হোম > অপরাধ > চট্টগ্রাম

নোয়াখালীতে হত্যার হুমকি দিয়ে চাঁদা আদায়, গ্রেপ্তার ১ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ আল মামুন আলিফ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ সোমবার সকালে আলিফকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, তিনি পেশায় একজন চাঁদাবাজ। 

গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মামুন আলিফ নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জয়কৃষ্ণপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। 

র‍্যাব জানায়, গত ৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে নোয়াখালী পৌর এলাকার বাসিন্দা আ. ন. ম মিজানুর রহমানকে (৪৪) মোবাইলে কাদির হানিফ ইউনিয়নের মিজান মুহুরির বাড়ির পশ্চিম পাশে আসতে বলে। বিকেল ৩টার দিকে মিজানুর রহমান ওই স্থানে গেলে আলিফসহ আরও ৩ / ৪ জন তাঁকে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে তাঁকে মেরে ফেলার এবং তাঁর পরিবারকে নাজেহাল করার হুমকি দেয়। তাদের হুমকিতে বিকাশের মাধ্যমে ২০ হাজার ১৫০ টাকা পাঠিয়ে দেন মিজানুর। পরবর্তীতে আলিফ বাকি ৪০ হাজার টাকা ক্যাশ নিয়ে যেখানে দেখা হয়েছে সেই স্থানে যেতে চাপ প্রয়োগ করে মিজানুরকে। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার রাতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ অভিযানকারী দল তথ্য প্রযুক্তির সহায়তায় মাইজদী মেইন রোডের অনন্তপুর রাস্তার মাথায় অভিযান চালিয়ে আবদুল্লাহ আল মামুন আলিফকে একটি মোবাইলসহ গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অভিযোগকারী আ. ন. ম মিজানুর রহমান সুধারাম মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। থানা থেকে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের