হোম > অপরাধ > চট্টগ্রাম

সেনবাগে গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, শ্বশুর-শাশুড়ি পলাতক 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৃত তাসলিমা আক্তার (২২) সেনবাগ পৌরসভার উত্তর শাহাপুর গ্রামের আবু তাহেরের মেয়ে। কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফাপাড়ার সাইফুল ইসলামের (২৪) স্ত্রী তিনি। তাঁদের এক বছরের একটি কন্যাসন্তান আছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে সাইফুলকে গ্রেপ্তার করা হয় বলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, তাসলিমার মরদেহ উদ্ধারের পরপরই তার মা মর্জিনা বেগম বাদী হয়ে তাসলিমার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেন। গৃহবধূর শ্বশুর-শাশুড়ি পালিয়ে গেছেন।

মামলার বাদী মর্জিনা বেগম বলেন, তাসলিমা ও সাইফুল নিজেরা সম্পর্ক গড়ে তিন বছর আগে বিয়ে করেন। কিন্তু শ্বশুর-শাশুড়ি তাসলিমাকে মেনে নেননি।  বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে অসন্তোষ ছিল। এর মধ্যে সোমবার মেয়ের অসুস্থতার খবর পেয়ে তিনি তাঁদের বাড়িতে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান।

তার অভিযোগ, তাসলিমাকে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ি ‘পরিকল্পিতভাবে হত্যা করে’ এবং ঘটনা ধামাচাপা দিতে ‘আত্মহত্যা বলে এলাকায় প্রচার চালায়। 

তাসলিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লী–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা