হোম > অপরাধ > চট্টগ্রাম

বাঘাইছড়িতে ইউপিডিএফের চিফ কালেক্টর গ্রেপ্তার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চিফ কালেক্টর সুকময় চাকমা মানসকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে দীঘিনালা-মারিশ্যা সড়কের নয়কিলো নামক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুকময় চাকমা উপজেলার কেদারাছড়া গ্রামের কালাচাঁদ চাকমার ছেলে। 

সেনাসূত্রে জানা যায়, বাঘাইহাট সেনা জোনের দুইটিলা আর্মি ক্যাম্প থেকে পাঁচ কিলোমিটার উত্তরে নয়কিলো পাড়া নামক এলাকা থেকে চাঁদা আদায়ের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট, চাঁদা আদায়ের রসিদ বই ও নগদ টাকা পাওয়া যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুকময় চাকমা ইউপিডিএফের (মূল) সাজেক মাসালং এলাকার চিফ কালেক্টর। গত ১৫ মার্চ ২০১৫ সালে ইউপিডিএফ কর্তৃক বাবুছড়া অভিমুখে পদযাত্রা চলাকালীন নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অন্যতম প্রধান আসামি তিনি। সাজেক থানার মামলা নম্বর-সিএস-১, তারিখ- ০৫/০৪/১৫। ধারা ১৪৩/৩৪১, ৩২৩/৪২৭ ও ১০৯/১১৪। জিজ্ঞাসাবাদ শেষে সুকময় চাকমাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে ইউপিডিএফের বাঘাইহাট ইউনিটের সমন্বয়ক অর্জেন্ট চাকমা (রূপম) বলেন, ‘গত এক বছর আগে সাবেক চিফ কালেক্টর মানস আমাদের দল ত্যাগ করেছেন। বর্তমানে আমাদের দলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।’

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, আজ সকালে সেনাবাহিনী সুকময় চাকমাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে কোর্টে পাঠানো হবে। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি