হোম > অপরাধ > চট্টগ্রাম

বাঘাইছড়িতে ইউপিডিএফের চিফ কালেক্টর গ্রেপ্তার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চিফ কালেক্টর সুকময় চাকমা মানসকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে দীঘিনালা-মারিশ্যা সড়কের নয়কিলো নামক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুকময় চাকমা উপজেলার কেদারাছড়া গ্রামের কালাচাঁদ চাকমার ছেলে। 

সেনাসূত্রে জানা যায়, বাঘাইহাট সেনা জোনের দুইটিলা আর্মি ক্যাম্প থেকে পাঁচ কিলোমিটার উত্তরে নয়কিলো পাড়া নামক এলাকা থেকে চাঁদা আদায়ের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট, চাঁদা আদায়ের রসিদ বই ও নগদ টাকা পাওয়া যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুকময় চাকমা ইউপিডিএফের (মূল) সাজেক মাসালং এলাকার চিফ কালেক্টর। গত ১৫ মার্চ ২০১৫ সালে ইউপিডিএফ কর্তৃক বাবুছড়া অভিমুখে পদযাত্রা চলাকালীন নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অন্যতম প্রধান আসামি তিনি। সাজেক থানার মামলা নম্বর-সিএস-১, তারিখ- ০৫/০৪/১৫। ধারা ১৪৩/৩৪১, ৩২৩/৪২৭ ও ১০৯/১১৪। জিজ্ঞাসাবাদ শেষে সুকময় চাকমাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে ইউপিডিএফের বাঘাইহাট ইউনিটের সমন্বয়ক অর্জেন্ট চাকমা (রূপম) বলেন, ‘গত এক বছর আগে সাবেক চিফ কালেক্টর মানস আমাদের দল ত্যাগ করেছেন। বর্তমানে আমাদের দলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।’

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, আজ সকালে সেনাবাহিনী সুকময় চাকমাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে কোর্টে পাঠানো হবে। 

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন