হোম > অপরাধ > চট্টগ্রাম

বাঘাইছড়িতে ইউপিডিএফের চিফ কালেক্টর গ্রেপ্তার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চিফ কালেক্টর সুকময় চাকমা মানসকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে দীঘিনালা-মারিশ্যা সড়কের নয়কিলো নামক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুকময় চাকমা উপজেলার কেদারাছড়া গ্রামের কালাচাঁদ চাকমার ছেলে। 

সেনাসূত্রে জানা যায়, বাঘাইহাট সেনা জোনের দুইটিলা আর্মি ক্যাম্প থেকে পাঁচ কিলোমিটার উত্তরে নয়কিলো পাড়া নামক এলাকা থেকে চাঁদা আদায়ের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট, চাঁদা আদায়ের রসিদ বই ও নগদ টাকা পাওয়া যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুকময় চাকমা ইউপিডিএফের (মূল) সাজেক মাসালং এলাকার চিফ কালেক্টর। গত ১৫ মার্চ ২০১৫ সালে ইউপিডিএফ কর্তৃক বাবুছড়া অভিমুখে পদযাত্রা চলাকালীন নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অন্যতম প্রধান আসামি তিনি। সাজেক থানার মামলা নম্বর-সিএস-১, তারিখ- ০৫/০৪/১৫। ধারা ১৪৩/৩৪১, ৩২৩/৪২৭ ও ১০৯/১১৪। জিজ্ঞাসাবাদ শেষে সুকময় চাকমাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে ইউপিডিএফের বাঘাইহাট ইউনিটের সমন্বয়ক অর্জেন্ট চাকমা (রূপম) বলেন, ‘গত এক বছর আগে সাবেক চিফ কালেক্টর মানস আমাদের দল ত্যাগ করেছেন। বর্তমানে আমাদের দলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।’

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, আজ সকালে সেনাবাহিনী সুকময় চাকমাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে কোর্টে পাঠানো হবে। 

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক