পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুষ্কৃতকারীরা তাণ্ডব চালিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, আলমারির তালা ভেঙে কাগজপত্র ও বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।
গত রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সচিব রাজীব মিত্র পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, নৈশপ্রহরী প্রতিদিনের মতো রোববার রাতে তারাবির নামাজ পড়তে যান। এ সময় দুষ্কৃতকারীরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে তাণ্ডব চালায়। নৈশপ্রহরী রাতে নামাজ শেষে ইউনিয়ন পরিষদে এসে দেখেন দুষ্কৃতকারীরা ভাঙচুর চালিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিমকে বিষয়টি অবহিত করলে তিনি পুলিশকে জানান। রাতেই পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কী কারণে কারা ভাঙচুর করেছে তা এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করে জানাতে পারেনি।
পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ইউনিয়ন পরিষদের গ্রিল কেটে চুরি করার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।