হোম > অপরাধ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, ফরিদগঞ্জ, (চাঁদপুর)

চাঁদপুরের ফরিদগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. তাজুল ইসলাম প্রকাশে দুলাল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা গ্রামের আইলের রাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম দুলাল পটুয়াখালী জেলার মেহেরপুর থানার সুধীপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাজুল ইসলামের দেহ তল্লাশি করে ২০টি এয়ার টাইট নীল রঙের প্যাকেটের মধ্যে প্রতিটি প্যাকেটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট করে মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এগুলো বিশেষ ভাবে তাঁর শরীরের সঙ্গে কস্টেপ দিয়ে আটকানো ছিল। যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

ফরিদগঞ্জ থানা-পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম দুলালের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক আইনে আরও দু’টি মামলা রয়েছে। সে মাদকের চালান নিয়ে চট্টগ্রাম হতে পটুয়াখালীতে যাওয়ার সময় গোপণ সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম দুলালের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি