হোম > অপরাধ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, ফরিদগঞ্জ, (চাঁদপুর)

চাঁদপুরের ফরিদগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. তাজুল ইসলাম প্রকাশে দুলাল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা গ্রামের আইলের রাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম দুলাল পটুয়াখালী জেলার মেহেরপুর থানার সুধীপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাজুল ইসলামের দেহ তল্লাশি করে ২০টি এয়ার টাইট নীল রঙের প্যাকেটের মধ্যে প্রতিটি প্যাকেটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট করে মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এগুলো বিশেষ ভাবে তাঁর শরীরের সঙ্গে কস্টেপ দিয়ে আটকানো ছিল। যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

ফরিদগঞ্জ থানা-পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম দুলালের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক আইনে আরও দু’টি মামলা রয়েছে। সে মাদকের চালান নিয়ে চট্টগ্রাম হতে পটুয়াখালীতে যাওয়ার সময় গোপণ সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম দুলালের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু