হোম > অপরাধ > চট্টগ্রাম

পূবালী ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্তের খোঁজ মেলেনি ১৭ দিনেও

চাঁদপুর প্রতিনিধি

গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা পূবালী ব্যাংকের চাঁদপুর নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ মেলেনি ১৭ দিনেও। ব্যাংক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর অনুসন্ধান অব্যাহত রেখেছে।

এদিকে ব্যাংকের এই শাখার ব্যবস্থাপকসহ আট কর্মকর্তাকে গত বৃহস্পতিবার অন্যত্র বদলি করা হয়েছে। তাঁদের স্থলে আজ রোববার সকালে এই শাখায় যোগদান করেছেন ব্যবস্থাপকসহ আট কর্মকর্তা।

এর আগে গত ৪ এপ্রিল বিকেলে শ্রীকান্ত নন্দী ব্যাংক থেকে নিখোঁজ হন। এ ঘটনায় গত ৯ এপ্রিল ব্যাংকের দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির পূর্ববর্তী ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ মর্মে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঈদের পর ব্যাংক খুললে শ্রীকান্ত নন্দী তিনজন গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হন বলে তথ্য বেরিয়ে আসে।

ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক রাসেল আহম্মদ বলেন, ‘এখন পর্যন্ত সাবেক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ মেলেনি। ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অডিট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই শাখার আটজন কর্মকর্তাকে বদলি করে কুমিল্লা বিভাগে যুক্ত করা হয়েছে। এ শাখায় আমিসহ আটজন কর্মকর্তা আজ থেকে নতুনভাবে গ্রাহকসেবা দিচ্ছি। শ্রীকান্তের ঘটনাটি ব্যাংকের পরিচালনা পর্ষদ দেখছে। আশা করছি গ্রাহকদের সেবা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।’

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প