হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রতীকী ছবি

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।

আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুবি ত্রিপুরা (৩৫) হেডম্যানপাড়ার বাসনা ত্রিপুরার ছেলে। গুলিতে আহত হন সুবির ছোট বোন তারাবতী ত্রিপুরা (২০)। মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হেডম্যানপাড়ায় এসে ওত পেতে থেকে এ হামলা চালায়। হামলার পর তারা ভগবানটিলা হয়ে ভারত সীমান্তের শূন্যরেখার দিকে চলে যায়। পরে ঘটনাস্থলে একজনের লাশ এবং আরেকজনকে আহত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা বলেন, সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা নিহত হন। এ ছাড়া সন্ত্রাসীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা কপালে জখম হয়েছেন।

অংগ্য মারমা এক বিবৃতিতে এ ঘটনার জন্য রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের সদস্যদের দায়ী করেছেন।

যোগাযোগ করা হলে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে ইউপিডিএফের এক সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি