হোম > অপরাধ > চট্টগ্রাম

২০৪ কোটি টাকা পাচার: ব্যবসায়ী আবু আহাম্মদকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০৪ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির ব্যবসায়ী আবু আহাম্মদকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর বিদেশযাত্রা ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন। 

এর আগে আবু আহাম্মদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত। তবে ওই তথ্য গোপন করে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। সোমবার শুনানি শেষে আজ মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় তাঁর আইনজীবী জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করার আবেদন করেন। তবে তথ্য গোপন করায় আদালত আইনজীবীকে সতর্ক করেন এবং তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন। 
 
আদালত সূত্রে জানা যায়, ২০৪ কোটি টাকা পাচারের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ব্যবসায়ী আবু আহাম্মদসহ ২০ জনের বিরুদ্ধে ২০২০ সালের মার্চে মামলা করে পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি)। ওই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন নেন আবু আহাম্মদ। মেয়াদ শেষে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে কয়েকবার শুনানির জন্য সময় প্রার্থনা করেন তিনি। গত ১৩ নভেম্বর আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

বিশেষ আদালতের আদেশে বলা হয়, গত ৯ মাস যাবৎ জামিন শুনানি না করে আসামি সময়ের দরখাস্ত দিয়ে আসছেন, যা উদ্দেশ্যপ্রণোদিত।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন ফারিয়া বিনতে আলম।

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি