হোম > অপরাধ > চট্টগ্রাম

২০৪ কোটি টাকা পাচার: ব্যবসায়ী আবু আহাম্মদকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০৪ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির ব্যবসায়ী আবু আহাম্মদকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর বিদেশযাত্রা ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন। 

এর আগে আবু আহাম্মদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত। তবে ওই তথ্য গোপন করে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। সোমবার শুনানি শেষে আজ মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় তাঁর আইনজীবী জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করার আবেদন করেন। তবে তথ্য গোপন করায় আদালত আইনজীবীকে সতর্ক করেন এবং তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন। 
 
আদালত সূত্রে জানা যায়, ২০৪ কোটি টাকা পাচারের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ব্যবসায়ী আবু আহাম্মদসহ ২০ জনের বিরুদ্ধে ২০২০ সালের মার্চে মামলা করে পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি)। ওই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন নেন আবু আহাম্মদ। মেয়াদ শেষে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে কয়েকবার শুনানির জন্য সময় প্রার্থনা করেন তিনি। গত ১৩ নভেম্বর আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

বিশেষ আদালতের আদেশে বলা হয়, গত ৯ মাস যাবৎ জামিন শুনানি না করে আসামি সময়ের দরখাস্ত দিয়ে আসছেন, যা উদ্দেশ্যপ্রণোদিত।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন ফারিয়া বিনতে আলম।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি