হোম > অপরাধ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ার অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অস্ত্রসহ জামাল (৩৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্য রাতে চট্টগ্রামের অক্সিজেন এলাকার নয়ারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি, রিভলবার, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত জামাল উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল চিরিঙা এলাকার তোতা মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ২টি হত্যা,২টি নারী নির্যাতন, মারামারি, গরু চুরিসহ একাধিক মামলা ও এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 

স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়া চাঁদা বাজী, হামলাসহ তাঁর নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। তাঁর বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সরফভাটা চিরিঙা থেকে অন্তত ৫০টি পরিবার এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ত্রাসী জামালের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন এবং বিভিন্নস্থান থেকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর অক্সিজেন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরও একটি মামলা দায়ের করা হয়েছে।’ 

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ