হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সড়ক মেরামতের অতিরিক্ত টাকা আদায় নিয়ে সফিক মোল্লা নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিক স্থানীয় মজিদ মোল্লার ছেলে।

রাত সাড়ে ১২টার দিকে মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের আসমত আলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় চর রমণী মোহন গ্রামের আসমত আলী সড়ক (কাঁচা) চলমান বর্ষার কারণে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। ওই সড়ক তৌহিদ, মমিনসহ কয়েকজন যুবক শ্রমিকদের দিয়ে মেরামত করাচ্ছেন। এ জন্য ওই সড়কে চলাচল করা সব ধরনের যানবাহন থেকে ১০০ টাকা করে চাঁদা তুলতে থাকেন তাঁরা। গতকাল বিকেলে সফিক ও মিন্টু নামে দুজন যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুজনের কাছে ২০০ টাকা চাঁদা চাইলে তাঁরা ১০০ টাকা দেন।

পরে সন্ধ্যায় সেই রিকশাচালক বাড়ি ফেরার পথে তাঁরা আবারও সফিককে আটকিয়ে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তৌহিদ, মমিনসহ ৭-৮ জন যুবক তাঁকে মারধর করেন। পরে তিনি বাড়ি ফিরলে কয়েকবার বমি করে মারা যান। খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে মিমতানুর রহমান বলেন, সড়ক সংস্কারের টাকা তুলতে গিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে রিকশাচালক সফিক মারা যান। তাঁর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট