হোম > অপরাধ > চট্টগ্রাম

এক বছরের সাজা এড়াতে ৬ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের গাছ চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন নাছির উদ্দিন ওরফে বাইট্টা নাছির (৩০)। সাজার ভয়ে ছয় বছর পালিয়ে ছিলেন তিনি। অবশেষে আজ শনিবার ভোরে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

সাজাপ্রাপ্ত নাছির ওই গ্রামের মৃত ইসহাক আহমদের ছেলে। 

থানা-পুলিশ জানান, ২০১৮ সালে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় সংরক্ষিত বনের গাছ কেটে পাচার করার অভিযোগে নাছিরের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বন বিভাগ। ওই মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে দীর্ঘ ছয় বছর আত্মগোপনে ছিলেন তিনি। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাজাপ্রাপ্ত নাছিরকে গ্রেপ্তার করতে একাধিকবার অভিযান চালায় পুলিশ। কিন্তু তাঁকে খোঁজ পাওয়া যায়নি। তিনি রাতে এলাকায় থাকতেন এবং ভোরে বের হয়ে যেত। 

ওসি আরও বলেন, দীর্ঘ ছয় বছর পর আজ ভোরে অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি