হোম > অপরাধ > চট্টগ্রাম

এক বছরের সাজা এড়াতে ৬ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের গাছ চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন নাছির উদ্দিন ওরফে বাইট্টা নাছির (৩০)। সাজার ভয়ে ছয় বছর পালিয়ে ছিলেন তিনি। অবশেষে আজ শনিবার ভোরে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

সাজাপ্রাপ্ত নাছির ওই গ্রামের মৃত ইসহাক আহমদের ছেলে। 

থানা-পুলিশ জানান, ২০১৮ সালে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় সংরক্ষিত বনের গাছ কেটে পাচার করার অভিযোগে নাছিরের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বন বিভাগ। ওই মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে দীর্ঘ ছয় বছর আত্মগোপনে ছিলেন তিনি। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাজাপ্রাপ্ত নাছিরকে গ্রেপ্তার করতে একাধিকবার অভিযান চালায় পুলিশ। কিন্তু তাঁকে খোঁজ পাওয়া যায়নি। তিনি রাতে এলাকায় থাকতেন এবং ভোরে বের হয়ে যেত। 

ওসি আরও বলেন, দীর্ঘ ছয় বছর পর আজ ভোরে অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু