হোম > অপরাধ > চট্টগ্রাম

হাতিয়ায় ২৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৮৮ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০টি বিহিন্দি জাল জব্দ করেছেন। আজ রোববার সকালে উপজেলার নলচিরা ঘাটে এনে এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এর আগে উপজেলার হরনী ইউনিয়নের চতলার খাল এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়েছে। 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় কোস্ট গার্ডের একটি টিম। পরে চেয়ারম্যান ঘাটের পাশে চতলার খাল এলাকা থেকে জেলেদের নৌকায় এসব জাল পাওয়া যায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও জালগুলো জব্দ করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, সব সময়ের জন্য নদীতে কারেন্ট জাল ও বিহিন্দি জাল ব্যবহার নিষিদ্ধ। স্থানীয় বাজারে জব্দ করা জালগুলোর মূল্য প্রায় ২৫ লাখ টাকা। 

এ বিষয়ে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম বলেন, ‘নদীতে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। যে জালগুলো জব্দ করা হয়েছে, তা পুড়িয়ে ধ্বংস করা হয়।’ 

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ