হোম > অপরাধ > চট্টগ্রাম

হাতিয়ায় ২৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৮৮ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০টি বিহিন্দি জাল জব্দ করেছেন। আজ রোববার সকালে উপজেলার নলচিরা ঘাটে এনে এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এর আগে উপজেলার হরনী ইউনিয়নের চতলার খাল এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়েছে। 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় কোস্ট গার্ডের একটি টিম। পরে চেয়ারম্যান ঘাটের পাশে চতলার খাল এলাকা থেকে জেলেদের নৌকায় এসব জাল পাওয়া যায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও জালগুলো জব্দ করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, সব সময়ের জন্য নদীতে কারেন্ট জাল ও বিহিন্দি জাল ব্যবহার নিষিদ্ধ। স্থানীয় বাজারে জব্দ করা জালগুলোর মূল্য প্রায় ২৫ লাখ টাকা। 

এ বিষয়ে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম বলেন, ‘নদীতে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। যে জালগুলো জব্দ করা হয়েছে, তা পুড়িয়ে ধ্বংস করা হয়।’ 

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ