হোম > অপরাধ > চট্টগ্রাম

হাতিয়ায় ২৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৮৮ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০টি বিহিন্দি জাল জব্দ করেছেন। আজ রোববার সকালে উপজেলার নলচিরা ঘাটে এনে এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এর আগে উপজেলার হরনী ইউনিয়নের চতলার খাল এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়েছে। 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় কোস্ট গার্ডের একটি টিম। পরে চেয়ারম্যান ঘাটের পাশে চতলার খাল এলাকা থেকে জেলেদের নৌকায় এসব জাল পাওয়া যায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও জালগুলো জব্দ করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, সব সময়ের জন্য নদীতে কারেন্ট জাল ও বিহিন্দি জাল ব্যবহার নিষিদ্ধ। স্থানীয় বাজারে জব্দ করা জালগুলোর মূল্য প্রায় ২৫ লাখ টাকা। 

এ বিষয়ে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম বলেন, ‘নদীতে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। যে জালগুলো জব্দ করা হয়েছে, তা পুড়িয়ে ধ্বংস করা হয়।’ 

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ