হোম > অপরাধ > চট্টগ্রাম

মানিকছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আনু মিয়ার (৫৫) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধ আনু মিয়া বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী এক কন্যাশিশুকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। তখন শিশুটির মা-বাবা বিষয়টি ইউপি সদস্য মো. মহরম আলীকে জানান। ইউপি সদস্য বিষয়টি কাউকে না জানিয়ে গ্রাম্য চিকিৎসক থেকে ব্যথার ওষুধ নিয়ে বাড়ি ফিরে যেতে পরামর্শ দেন। 

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিৎসকেরা শিশুটির গোপনাঙ্গে ক্ষতচিহ্নের আলামত পেয়ে তাকে জেলা হাসপাতালে পাঠান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, শিশুর গোপনাঙ্গে ক্ষতচিহ্নের আলামত থাকায় তাঁকে জেলা সদরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 
 
এরপর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রেকর্ড করে। মামলার পর পুলিশি নিরাপত্তায় রাতে শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া মামলা রেকর্ড শেষে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আনু মিয়াকে আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার