চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জন্মসনদ জালিয়াতির ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছেন চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন টেকনাফের কাউখালী এলাকার মো. আরিফ (২৭), কক্সবাজার ঈদগাঁও এলাকার মো. জসিম উদ্দিন (৩০) এবং কুমিল্লার চান্দিনা এলাকার মো. তারেক (২৯)। ডিবি পুলিশ বাদী হয়ে আজ শুক্রবার তাঁদের বিরুদ্ধ চন্দনাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।
চট্টগ্রাম ডিবি পুলিশের এসপি এস এম শফি-উল্লাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভা ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। জন্মনিবন্ধনের সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সনদ তৈরি করছিল তাঁরা। পরে সেই জন্মনিবন্ধন সনদ দিয়ে রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট বানানোর অভিযোগ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধ।’
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃতদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।’