হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।

আজ বুধবার দুপুরে উপাচার্যের কাছে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ দেওয়া হয়, যাতে ওই ছাত্রী কয়েক দফায় যৌন হয়রানির শিকার হয়েছেন বলে উল্লেখ করেন। 

অভিযোগপত্রে ছাত্রী উল্লেখ করেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের নিয়মিত ছাত্রী। তিনি ওই শিক্ষকের তত্ত্বাবধানে থিসিস করছেন। থিসিস চলাকালীন তিনি তাঁর সুপারভাইজার কর্তৃক যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন। এই সময়ে তাঁর সঙ্গে বিভিন্নরকম যৌন হয়রানিমূলক আচরণ করা হয়েছে।

তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে জঘন্যতম আখ্যা দিয়ে ওই ছাত্রী উল্লেখ করেন, বর্তমানে ওই ঘটনার কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। এ কারণে তাঁর পক্ষে দৈনন্দিন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় তিনি তাঁর থিসিস ল্যাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ল্যাবে পরবর্তী থিসিস কার্যক্রম চালিয়ে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। আবেদনে তিনি ওই শিক্ষকের উপযুক্ত শান্তি দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে ওই অধ্যাপক আজকের পত্রিকাকে বলেন, ‘এটা একেবারেই অসম্ভব ঘটনা। আমি বুঝতে পারছি না, এ ধরনের অভিযোগ কেন আনা হলো। এটা দুর্ভাগ্যজনক।’

ওই অধ্যাপক আরও বলেন, ‘সে অভিযোগে ৬ তারিখের কথা উল্লেখ করেছে। অথচ তার পরদিন তাদের পুরো টিম আমার বাসায় এসে সারা দিন ছিল। এমনকি সে নিজেও আমার স্ত্রীর সঙ্গে রান্না করেছে। তবে আমি তাকে ডিসেম্বর থেকে অত্যন্ত বিষণ্ন অবস্থায় দেখেছি। বিষয়টি আমার স্ত্রীর মাধ্যমে জানার চেষ্টা করেছি। আমি নিজেও অন্যদের সামনে ডেকে সমস্যার বিষয় জানার চেষ্টা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে উপাচার্য নির্দেশনা দিয়েছেন।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল