হোম > অপরাধ > চট্টগ্রাম

তিতাসে যুবলীগ নেতা জহির হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লা তিতাস উপজেলায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সাইফুল ইসলাম আদালতের মাধ্যমে কারাগারে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাতে কুমিল্লার কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। 

রফিকুল ইসলাম বলেন, ‘আমি এবং তিতাস থানা উপপরিদর্শক (এসআই) মাজহারুলসহ শনিবার রাতে কুমিল্লা ডিবি পুলিশের সহযোগিতায় কুমিল্লা কোতোয়ালি থানা এলাকা থেকে সাইফুল ইসলামের মেয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করি।’ 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদ ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকেদের সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছোড়েন। এতে এক পুলিশের এসআই আহত হন। এ ঘটনায় সাবেক চেয়ারম্যানের ছেলে ও যুবলীগ নেতা জহির উদ্দিন গুরুতর আহত হন। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। 

এই ঘটনায় নিহত যুবলীগ নেতা জহিরের ছোট ভাই মো. এসহাক মোল্লা (৩০) বাদী হয়ে তিতাস থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে সাইফুল ইসলামকে ১ নম্বর ও বাবুল চেয়ারম্যানকে ৬ নম্বর আসামিসহ মোট ৪৩ জন নামীয় এবং আরও ১০ / ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন