কক্সবাজারের টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে গভীর বঙ্গোপসাগর থেকে ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ হাসান (৪৫) ও মোহাম্মদ হাছন (২৫)। তাঁরা উখিয়ার কুতুপালং শিবিরের আশ্রিত রোহিঙ্গা বলে জানা গেছে।
টেকনাফ র্যাব ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর সমুদ্রে র্যাবের একটি দল অভিযান চালায়। সেখানে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা পাওয়া যায়। ট্রলারে থাকা দুই রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রলারটিও জব্দ করে তীরে নিয়ে আসা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার আরও বলেন, মাছ ধরার বেশ ধরে ইয়াবা পাচার করা হচ্ছিল। জব্দকৃত ইয়াবা ও পাচারকারীদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।