হোম > অপরাধ > চট্টগ্রাম

নোয়াখালীতে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ে ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার ইসলামিয়া সড়কের বলির দোকান মোড়ে এ ঘটনা ঘটে। 

আহত চালকের নাম বাবুল ইসলাম (৩৫)। তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার বাসুনি গ্রামের আবদুর রহমানের ছেলে। 

বাবুল গত তিন বছর ধরে জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় থাকতেন। একই এলাকার নূর নবী চেয়ারম্যান বাড়ির আনোয়ার হোসেনের গ্যারেজ থেকে ভাড়া অটোরিকশা চালাতেন। 

গ্যারেজের পরিচালক আনোয়ার হোসেন জানান, গতকাল রাত ২টায় মাইজদী বড় মসজিদ মোড় এলাকা থেকে বলির দোকানে যাওয়ার কথা বলে এক যুবক (যাত্রী) বাবুলের রিকশায় ওঠে। বলির দোকান এলাকায় পৌঁছালে ওই যুবক বাবুলকে পেছন থেকে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে রিকশাটি ছিনিয়ে নেয়। সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকে বাবুল। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আজ মঙ্গলবার দুপুরে তাঁর অস্ত্রোপচার করা হয়। 

আনোয়ার হোসেন বলেন, ‘আমরা তাঁর পরিবারকে খবর দিয়েছি। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। মৌখিকভাবে সুধারাম থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। 

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হচ্ছে।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি