হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রভাবশালীরা পলাতক, নিলামে বিক্রি হলো ফেলে যাওয়া বালু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানে কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে স্তূপ করে রাখা হয়েছে বালু। কিন্তু মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অবৈধ বালু ব্যবসায়ীরা পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম উপজেলার বাগোয়ান ইউনিয়নের তিনটি স্থানে স্তূপ করে রাখা বালু জব্দ করে নিলাম ডাকেন। 

প্রকাশ্যে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে খেলার ঘাটে জব্দ করা ৪৬ হাজার বর্গফুট বালু প্রতি বর্গফুট ৪ টাকা হারে ১৮ শতাংশ ভ্যাটসহ ২ লাখ ১৭ হাজার ১২০ টাকায়, লাম্বুরহাটের গরুহাট সংলগ্ন স্পটে ৪৯ হাজার বর্গফুট বালু প্রতি ফুট ৫ দশমিক ৮০ টাকা ধরে ৩ লাখ ৩৫ হাজার ৩৫৬ টাকায়, বাগোয়ান ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্পটে ৩৫ হাজার বর্গফুট বালু প্রতি বর্গফুট ৪ দশমিক ২০ টাকা ধরে ১ লাখ ৭৩ হাজার ৪৬০ টাকা হিসাবে মোট ৭ লাখ ২৫ হাজার ৯৩৬ টাকা দর ধরে বিক্রি করা হয়েছে। 

এ প্রসঙ্গে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, কর্ণফুলী নদীর রাউজান অংশে অবৈধভাবে উত্তোলন করে ফেলে যাওয়া বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। এক মাসের মধ্যে এসব বালু বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কেউ বালু বিক্রি বা বিপণন করতে পারবেন না। কেউ করে থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি