হোম > অপরাধ > চট্টগ্রাম

কাজী গ্রুপের এমডির দুই ছেলেসহ ৩ জনের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে করা মামলায় কাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দুই ছেলেসহ তিনজনের জামিন মঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন। 

জামিনপ্রাপ্তরা হলেন কাজী গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান, পরিচালক কাজী রুবাত হাসান ওরফে জিশান হাসান ও চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ। তাঁদের মধ্যে জাহিন ও জিশান কাজী গ্রুপ এবং দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসানের ছেলে। 

আসামিপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, আজ তিন আসামির জামিনের আবেদন আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেছেন। 

আইনজীবী জিয়াউদ্দিন আরও বলেন, ‘ওই ঘটনায় চকবাজার ও চান্দগাঁও থানায় মোট তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চকবাজার থানায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আসামিরা জামিন চেয়েছিল। এখানে মূলত জায়গা-জমিসংক্রান্ত বিরোধ ছিল। আদালত বলেছেন আপসে বিষয়টি মীমাংসা করার জন্য।’ 

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ দীপ্ত টিভিতে মন্ত্রী নুরুল ইসলাম ও তাঁর ছেলে মুজিবর রহমানকে জড়িয়ে ‘মিথ্যা সংবাদ’ পরিবেশন করা হয়। এতে মন্ত্রী ও তাঁর ছেলের সম্মানহানি হওয়ার অভিযোগ তুলে ২০১৬ সালের ৫ এপ্রিল তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ (২) ধারায় চকবাজার থানায় মামলাটি দায়ের করা হয়। 

অভিযোগে বলা হয়েছে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে কাজী ফার্মের কর্মীদের ওপর একদল যুবক হামলা চালায়, যা দীপ্ত টিভিতে সংবাদ পরিবেশন করা হয়। এ সময় বিবাদীদের বিরুদ্ধে ‘চট্টগ্রামে কাজী ফার্মের কর্মীদের ওপর হামলা ও মন্ত্রীপুত্রের ভূমি দখলের পাঁয়তারা’ শীর্ষক সংবাদ পরিবেশন করা হয়, যা বাদী প্রত্যক্ষ করেন।

গতকাল সোমবার সকালে ওই মামলায় কাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ চারজন সাইবার ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন। কিন্তু জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে বিকেলে এক পিটিশনে কাজী জাহিদুল হাসানের জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ