ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ওই দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন থেকে চারটি টেঁটা ও একটি তিনকাইটা, রসুল্লাবাদ ইউনিয়ন থেকে পাঁচটি এবং সলিমগঞ্জ ইউনিয়ন থেকে দুটি টেঁটা উদ্ধার করা হয়।
সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি বল্লম, দুটি রামদা ও চারটি টেঁটা উদ্ধার করা হয়েছে।