হোম > অপরাধ > বরিশাল

ঝালকাঠিতে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি এক্সিট পয়েন্ট না থাকায় অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

জানা যায়, আজ দুপুরে চন্দ্রদীপ ফার্নিচার নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বহুতল ভবনের মালিকদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অভিযান পরিচালনাকারীরা ভবনের মালিক ও ভাড়াটিয়াদের সতর্ক করে দেন। 

ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফিরোজ হোসেন বলেন, ঝালকাঠিতে তিনতলা পর্যন্ত ভবনের অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে। পৌর এলাকায় ছয় তলার ওপরের ভবন নির্মাণ করতে হলে ফায়ার সার্ভিসের অনুমতি নিতে হয়। কিন্তু ঝালকাঠির বাসিন্দারা বেশির ভাগই নিয়ম মানছেন না। প্রাথমিকভাবে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরেও আইন অমান্য করা হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বহুতল ভবন মালিকদের প্ল্যান বাতিল করা হবে।  

অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী বলেন, লঞ্চে অগ্নিকাণ্ডের পরেও মানুষজনের মাঝে সচেতনতা সৃষ্টি হয়নি। বহুতল ভবনে অবশ্যই অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হবে। 

মো. বশির গাজী আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ