হোম > অপরাধ > বরিশাল

বোরহানউদ্দিনে ছিনতাই মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাড়ে চার লাখ টাকার ছিনতাই মামলায় আব্দুর রাজ্জাক নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের অর্জুনতলা নামক স্থানে চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আব্দুর রাজ্জাক কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন বলে জানা গেছে।

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক জাফর ইকবাল জানান, গত বছরের ২৫ অক্টোবর আব্দুর রাজ্জাক, মাহাবুব, সালাউদ্দিন, শরিফ, রায়হানসহ পাঁচজনকে অভিযুক্ত করে সাড়ে চার লাখ টাকা ছিনতাইয়ের মামলা দায়ের করেন মো. জাকির হোসেন নামে এক ব্যক্তি।

জাফর ইকবাল জানান, জাকির হোসেন ভোলার যমুনা ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফেরার পথে তাঁকে হামলা করে টাকা ছিনতাইয়ের ঘটনায় এই মামলা করেছেন তিনি। অপর অভিযুক্ত মাহবুব সালাউদ্দিনকে কাচিয়া ইউনিয়ন এবং শরীফকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির আজকের পত্রিকাকে জানান, আব্দুর রাজ্জাক নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, গত অক্টোবর মাসে ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন জাকির নামে এক ব্যক্তি। এত দিন পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা