পটুয়াখালীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশুটির মা বলেন, তার ফুপাতো ভাইয়ের ছেলে বুধবার সন্ধ্যায় তাঁর সাত বছর বয়সী মেয়েকে ডেকে নিয়ে হাতে ১০ টাকার একটি নোট দেয়। এরপর ফুসলিয়ে ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার সময় এক প্রতিবেশী দেখে চিৎকার দিলে মিরাজ তাকে মারধর করে। পরে বুধবার রাতে ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাস বলেন, ধর্ষণের শিকার শিশুটির মা আমাকে বিষয়টিমুঠো ফোনে জানিয়েছেন। তাঁকে আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, এ ঘটনায় ওই কিশোরকে আসামি করে বাউফল থানায় মামলা হয়েছে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।