হোম > অপরাধ > বরিশাল

গৌরনদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে, আহত ১৫ 

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

বরিশাল গৌরনদী উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর গোবর্দ্ধন গ্রামে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় গুরুতর আহত দুজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও ১৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরনদী উপজেলার উত্তর গোবর্দ্ধন গ্রামের হাচেন সরদারের বসত ঘরের টিনের ওপরে একই বাড়ির মো. ছাত্তার সিকাদারের গাছের নারিকেলের বাধা পরে ঘরের টিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি হাচেন সরদার গাছের মালিক ছত্তার সিকদারের স্ত্রীর অনুমতি নিয়ে গাছের বাধা কেটে দেন। নারিকেলের বাধা কাটার বিষয়টি নিয়ে সাত্তার সিকদারের সঙ্গে প্রতিপক্ষ হাচেন সরদারের কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর দুপুরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। 

খবর পেয়ে বিকেল তিনটায় গৌরনদী থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুটি বসত ঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের মো. বারেক সরদার, শিউলি বেগম, মো. আপন হাওলাদার, মো. মোখলেছ সরদার, মো. সুজন, ময়না বেগম, রবিউল শিকদার, হৃদয় শিকদার, রিজিয়া বেগম, রাফি (২) সহ ১৫ জন আহত হন। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা