হোম > অপরাধ > বরিশাল

পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পিরোজপুর শহরের কালীবাড়ী সড়কে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম । গুরুতর আহত ব্যবসায়ী শাহারুল শেখকে (৫২) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

শাহারুল শেখ (৫২) পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার লাইড়ী এলাকারা মৃত তৈয়ব আলী শেখের ছেলে। তিনি পিরোজপুর শহরের সদর রোডে ফলের ব্যবসা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহারুল শেখ জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে এলাকায় কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। তাঁরা কয়েক দিন ধরে নানাভাবে হুমকি ও টাকা চেয়ে হয়রানি করছিলেন। রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে কালীবাড়ী সড়কে গেলে ধারালো অস্ত্র নিয়ে বেশ কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এ  সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, দুই হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ জখম করে। পরে চিৎকার দিলে তারা তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে  পিরোজপুর হাসপাতালে নিয়ে যায়। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরাই এ হামলা চালিয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রুহিতোষ দাস বলেন, আহত ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। অবস্থা গুরুতর হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ হাসপাতালে এসে রোগীকে উদ্ধার করেছে। এ ছাড়া আহত ব্যবসায়ীর দেওয়া তথ্যমতে হামলাকারীদের আটকের চেষ্টা করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ