হোম > অপরাধ > বরিশাল

কাউখালীতে বাসচাপায় আহতের ১০ দিন পর নারীর মৃত্যু 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে যাত্রীবাহী বাসচাপায় আহত ৩ নারীর মধ্যে মিনারা (৪৫) নামে একজন মারা গেছেন। গতকাল সোমবার রাতে মারা যান তিনি। মৃত মিনারা উপজেলার কেউন্দিয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী। 

জানা যায়, ১৭ ডিসেম্বর আমরাজুরী ফেরিঘাট থেকে কাউখালী আশ্রম গেটে আসার আগেই বালুর মাঠ নামক স্থানে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোর ওপর পড়ে যায়। এ সময় অটোরিকশাতে থাকা ওই তিন নারী ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় অপরদিক থেকে আসা বাস তাঁদের চাপা দেয়। এতে আহত হন তাঁরা। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মিনারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি। 

এ ঘটনায় মিনারা বেগমের মেয়ে হাবিবা বাদী হয়ে থানায় নিয়মিত মামলা রুজু করেন। 
 
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ঘটনার পর বাস, অটোরিকশা ও মাইক্রো জব্দ করে থানায় নিয়ে আসা হয়। বাসের ড্রাইভার সুলতান আকনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা