হোম > অপরাধ > বরিশাল

৫ টাকা ভাড়ার জন্য অটোরিকশা চালককে পিটিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে ৫ টাকা ভাড়ার জন্য অটোরিকশা চালককে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় অপর এক যুবককে পিটিয়ে জখম করা হয়। আজ সোমবার সকাল ৮টায় পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট অটোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। 

আহতরা হলেন, সদর উপজেলার মাদারবুনিয়ার গেরাখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে রফিক হাওলাদার ও পৌর শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা মীর দেলোয়ারের ছেলে মীর জাকারিয়া। এ ঘটনায় আহত অটোচালক রফিক হাওলাদারের ভাই নাসির হাওলাদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মৃধা বাড়ি এলাকার বাসিন্দা স্বপন মৃধা সকালে পৌরসভা মোড় থেকে রফিক হাওলাদারের অটোতে করে হেতালিয়া বাঁধঘাটে আসেন। পরে তিনি ১৫ টাকার ভাড়ার বদলে ১০ টাকা দেন। অটোচালক রফিক হাওলাদার ৫ টাকা দাবি করলে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন স্বপন মৃধা। 

একপর্যায়ে রফিক হাওলাদারের পা ভেঙে যাওয়ায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় পথচারী জাকারিয়া প্রতিবাদ করলে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন স্বপন মৃধা। পরে মিজান মৃধা ও সবুজ মৃধা নামে দুজন এসে জাকারিয়া ও রফিকুলকে পিটিয়ে জখম করেন। কিছুক্ষণ পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

আহত রফিক হাওলাদার বলেন, ‘আমি অটো চালাইয়া খাই। ৫ টাকার জন্য পিডাইয়া আমার পাও ভাঙছে। আমারে বাঁচাইতে আইলে এক ভাইরেও মাইরা মাথা ফাডায় দিছে। আমি এর বিচার চাই।’ 

আহত জাকারিয়া বলেন, ‘৫ টাকার জন্য অটোচালককে মারধরের প্রতিবাদ করায় আমাকেও মেরে হাসপাতালে পাঠাল। এর থেকে দুঃখজনক আর কিছু নেই।’ 

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাটি শোনার পর আমাদের ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ওসি আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার