হোম > অপরাধ > বরিশাল

ঝালকাঠিতে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে বড় ভাই আটক

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধে ঘুমন্ত ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই নুরা হাওলাদারের বিরুদ্ধে। নিহত ছোট ভাইয়ের নাম বেল্লাল হাওলাদার। পরে স্থানীয়দের সহায়তায় বড় ভাই নুরাকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেল্লাল ওই গ্রামের মৃত মোমিন উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি পল্লী বিদ্যুতের মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।

কাঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহিন হোসেন জানান, দীর্ঘদিন জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ কারণে বেল্লাল প্রতিবেশী ছোবাহান হাওলাদারের বাড়িতে থাকতেন।

ছোবাহানের ছেলে আল আমিনের বরাত দিয়ে শাহিন হোসেন জানান, ছোবাহান ফজরের নামজের জন্য বের হলে বেল্লালের কক্ষে যায় তাঁর বড় ভাই নুরা। এ সময় নুরা ঘুমন্ত ছোট ভাইকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুরা হাওলাদারকে আটক করে। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় এই পুলিশ কর্মকর্তা।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ