হোম > অপরাধ > বরিশাল

চাচার বাড়িতে ভাতিজাদের হামলা, আহত ৩

হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই মোয়াজ্জেম হাওলাদারের বাড়িতে হামলা করেছেন ছোট ভাই ও ভাতিজারা। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন।

অভিযুক্তরা হলেন- মোকলেছ হাওলাদার এবং তাঁর ছেলে নাহিদ ও শাওন। মোয়াজ্জেম হাওলাদার ও মোকলেছ হাওলাদার একই গ্রামের মকবুল হোসেন হাসেম হাওলাদারের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী সুলতানা রাজিয়া, মেয়ে খাদিজা বেগম (৫০) ও মেয়ে জামাই ফখরুদ্দিন।

এ ঘটনায় হামলার শিকার খাদিজা বেগম বলেন, ফজরের নামাজের পর আমরা ঘরের মধ্যে ছিলাম। আমার বাবা নাইটগার্ডের চাকরি করেন। তাই চাচাতো ভাই শাওন ঘরে ঢুকে আমার বাবাকে না পেয়ে আমাদের মারধর করেন। তখন আমরা তাঁকে জোর করে ঘর থেকে বের করে দেই। এ কথা শুনে আমার চাচা, তাঁর ছেলে নাহিদ ও শাওন পুনরায় ঘরে ঢোকার চেষ্টা করেন। তখন ঘরে ঢুকতে না পেরে তাঁরা এলোপাতাড়ি ইট নিক্ষেপ করতে থাকেন। পরে স্থানীয় লোকজন আসলে তাঁরা চলে যায়।

খাদিজা বেগম আরও বলেন, ওই সময় ঘরের মধ্যে জিম্মি হয়ে ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধারের দাবি জানাই। তখন হিজলা থানার এস আই ফারুক এসে আমাদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

প্রত্যক্ষদর্শী মতিন কাজি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা আহতদের ডাকচিৎকার শুনে আসছিলাম। পরে মোকলেছ হাওলাদার এবং তাঁর ছেলে নাহিদ ও শাওনকে শান্ত করার চেষ্টা করি।

এ বিষয়ে অভিযুক্ত শাওন বলেন, গত দু'দিন আগে আমার বাবাকে রাস্তায় ধরে আমার চাচা মারধর করেন। এ খবর শুনে তাঁদের বাড়িতে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম। আমরা কোনো হামলা করিনি।

বাড়িতে হামলার বিষয়ে হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এস আই ফারুককে পাঠিয়েছিলাম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত