হোম > অপরাধ > বরিশাল

ঝালকাঠিতে হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে হত্যা মামলায় দ্বিতীয় আসামি ও সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার উজ্জ্বল হোসেনক খানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আজ রোববার দুপুর ১টায় আসামি উজ্জ্বল ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার আবেদনটি নাকচ করে উজ্জ্বলকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। 

আদালত সূত্রে জানা জানায়, গত ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রনমতি গ্রামের শেখ সত্তারের ছেলে দিনমজুর মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি রনমতী বাজারে ঘটেছিল। রাতেই আহত মিরাজকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। 

পরদিন সকালে নিহত মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ইউপি মেম্বার নজরুল ইসলাম এবং উজ্জ্বল হোসেন জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন। 

এ মামলার আরেক আসামি আকবর হোসেন জেল হাজতে থাকলেও ১ নম্বর আসামি ইউপি সদস্য নজরুল ইসলাম উচ্চ আদালতের জামিনে ছিলেন। 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার