পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস এবং হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছেন কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা খালসংলগ্ন এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ড সদস্যরা।
দক্ষিণ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণঘাটা খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি হরিণের চামড়া, ২৪ কেজি মাংস এবং হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছে। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ হরিণের চামড়া, মাংস ও হরিণ ধরার ফাঁদ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার সকালে মাংসগুলো কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলেছে বন বিভাগ।