হোম > অপরাধ > বরিশাল

পিরোজপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে এক তরুণীকে (১৮) দলবদ্ধ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরের তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের হায়দার গাজীর ছেলে মো. কবির হোসেন গাজী (২৩), বাশার শেখের ছেলে রাব্বি শেখ (১৯) ও শহিদুল গাজীর ছেলে হৃদয় গাজী (১৬)।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে তরুণীর বাবা বাড়ির পাশের একটি বাড়িতে বিয়ে খেতে যান। এ সময় তরুণীর বাড়িতে একা থাকার সুযোগে রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে ওই তরুণীর ঘরে ঢোকেন অভিযুক্তরা। এরপর মুখ চেপে ধরে হত্যা করার ভয় দেখিয়ে পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে আজ সকাল সাড়ে ১১টার দিকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে চোর অপবাদ, মিলল ববি ছাত্রের মৃত্যুর খবর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু