হোম > অপরাধ > বরিশাল

পিরোজপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে এক তরুণীকে (১৮) দলবদ্ধ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরের তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের হায়দার গাজীর ছেলে মো. কবির হোসেন গাজী (২৩), বাশার শেখের ছেলে রাব্বি শেখ (১৯) ও শহিদুল গাজীর ছেলে হৃদয় গাজী (১৬)।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে তরুণীর বাবা বাড়ির পাশের একটি বাড়িতে বিয়ে খেতে যান। এ সময় তরুণীর বাড়িতে একা থাকার সুযোগে রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে ওই তরুণীর ঘরে ঢোকেন অভিযুক্তরা। এরপর মুখ চেপে ধরে হত্যা করার ভয় দেখিয়ে পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে আজ সকাল সাড়ে ১১টার দিকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব