হোম > অপরাধ > বরিশাল

উপার্জনের শেষ সম্বল হারিয়ে বাকরুদ্ধ যুবক

লালমোহন (ভোলা) প্রতিনিধি

তিন বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন ভোলার লালমোহনের মিরাজ হোসেন। এত দিন অন্যের রিকশা ভাড়া নিয়ে চালালেও গত দুই মাস আগে তিনি এনজিও থেকে ঋণ নিয়ে এক লাখ টাকায় একটি ব্যাটারি চালিত রিকশা কেনেন। গতকাল বুধবার রাতে মলম পার্টির খপ্পরে উপার্জনের শেষ সম্বল খুইয়েছেন তিনি। এ ঘটনায় লালমোহন থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই রিকশাচালক।

জানা গেছে, গতকাল বুধবার রাতে যাত্রী সেজে লালমোহনের চৌরাস্তার মোড় থেকে দেবিরচর বাজারে যাওয়ার কথা বলে দুই ব্যক্তি মিরাজের রিকশাতে ওঠেন। পথিমধ্যে পেছন থেকে চালক মিরাজের চোখে মলম লাগিয়ে রিকশাটি নিয়ে যায় তাঁরা। এ সময় মিরাজের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় মলম পার্টির সদস্যরা।

আজ বৃহস্পতিবার বিকেলে লালমোহন থানা প্রাঙ্গণে গিয়ে দেখা যায় উপার্জনের শেষ সম্বল হারিয়ে বাকরুদ্ধ হয়ে বসে আছেন রিকশাচালক যুবক মিরাজ হোসেন। মিরাজ বলেন, ‘পরিবারে বাবা-মাসহ আমরা ৫ সদস্য। বড় ভাই বিয়ে করে এখন আর আমাদের খোঁজ নেন না। আমি সেই ১৭ বছর বয়স থেকে রিকশা চালিয়ে সংসারের হাল ধরি। অনেক বছর ভাড়ায় চালালেও গত দুই মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে একটি রিকশা কিনি। সেই রিকশা মলম পার্টি নিয়ে গেছে। এখন পরিবার-পরিজন নিয়ে কি করে চলব আর ঋণের টাকাই বা কীভাবে শোধ করব, কিছুই ভেবে পাচ্ছি না। রিকশা ফিরে পেতে থানায় অভিযোগ করেছি। রিকশা ফিরে পেতে এখন থানায় এসে বসে আছি।’

এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ‘রিকশাচালক মিরাজ এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে জানা যাবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত।’ 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা