হোম > অপরাধ > বরিশাল

বরগুনায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম

বরগুনা প্রতিনিধি

বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর (আনারস মার্কা) এজেন্ট সেন্টু বিশ্বাসকে (৬৫) কুপিয়ে জখমের পর পিটিয়ে আহত করেছে নৌকার সমর্থকেরা। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের মাইঠা চৌমুহনী  ভোটকেন্দ্রের সামনে এই হামলা হয়। 

সেন্টু বিশ্বাসের ছেলে মো. হাসান মিয়া জানান, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর তাঁর বাবা কেন্দ্র থেকে বের হয়ে আসার সময় ১০ থেকে ১৫ জন নৌকার সমর্থক মিলে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় সেন্টু বিশ্বাস দৌড়ে জয়নালের বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে টেনেহিঁচড়ে বের করে ফের পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রাখে। স্থানীয়দের সহায়তার তাঁকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেন্টু বিশ্বাসকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ প্রসঙ্গে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বলেন, এ ঘটনায় নৌকার কোনো কর্মী-সমর্থক জড়িত নয়। 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে তাঁকে চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে আসি। থানায় অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল