প্রতিনিধি
বরগুনা: বরগুনা সদর উপজেলায় অভিযান চালিয়ে লিপি আক্তার নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোর ৪টার দিকে সদরের বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া এলাকা থেকে ১২০০ পিস ইয়াবাসহ তাঁকে আটক করা হয়।
বরগুনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই নারীর কাছ থেকে ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।