হোম > অপরাধ > বরিশাল

পিরোজপুরে চোরাই সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ, আটক ২

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের হুলারহাট বন্দর এলাকায় প্রায় দেড় হাজার প্যাকেট চোরাই সিমেন্ট বোঝাই একটি কার্গো ট্রলার জব্দ করেছে পুলিশ। পুলিশ এ সময় ট্রলার চালক ও ট্রলি চালককে আটক করেছে। 

রোববার রাতে হুলারহাট বন্দর এলাকার দামোদর খাল থেকে ট্রলাটিকে জব্দ করা হয়। আটককৃতরা হলেন ট্রলার চালক রুলেল হোসেন (৩৩)। তিনি ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকার আব্দুল রবের ছেলে। ট্রলি চালক রিয়াজুল শেখ (২২)। তিনি পিরোজপুর সদর উপজেলা লখাকাঠী গ্রামের সেলিম শেখের ছেলে। 

পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম জানান, কঁচা নদীর ভান্ডারিয়ায় শেষ প্রান্ত থেকে কাউখালী প্রান্ত পর্যন্ত একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন নদী পথে চোরাই মালামালের ব্যবসা করে আসছিল। এরই ধারাবাহিকতায় চোরাই সিমেন্ট নিয়ে একটি কার্গো ট্রলার হুলারবন্দর খালে প্রবেশ করে সিমেন্ট ট্রলার থেকে ট্রলিতে নামানোর সময় স্থানীয়রা সেই ট্রলারটি জব্দ করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে চোরাই সিমেন্টসহ ট্রলার জব্দ করে এবং ট্রলারের চালককে আটক করে নিয়ে যায়। ট্রলারে প্রায় দেড় হাজার সিমেন্টের প্যাকেট আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিমেন্টসহ ট্রলার এবং ট্রলারে চালককে আটক করেছে। কী পরিমাণ সিমেন্ট আছে তা গণনার পরে জানানো যাবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে চোর অপবাদ, মিলল ববি ছাত্রের মৃত্যুর খবর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু