হোম > অপরাধ > বরিশাল

পিরোজপুরে চোরাই সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ, আটক ২

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের হুলারহাট বন্দর এলাকায় প্রায় দেড় হাজার প্যাকেট চোরাই সিমেন্ট বোঝাই একটি কার্গো ট্রলার জব্দ করেছে পুলিশ। পুলিশ এ সময় ট্রলার চালক ও ট্রলি চালককে আটক করেছে। 

রোববার রাতে হুলারহাট বন্দর এলাকার দামোদর খাল থেকে ট্রলাটিকে জব্দ করা হয়। আটককৃতরা হলেন ট্রলার চালক রুলেল হোসেন (৩৩)। তিনি ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকার আব্দুল রবের ছেলে। ট্রলি চালক রিয়াজুল শেখ (২২)। তিনি পিরোজপুর সদর উপজেলা লখাকাঠী গ্রামের সেলিম শেখের ছেলে। 

পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম জানান, কঁচা নদীর ভান্ডারিয়ায় শেষ প্রান্ত থেকে কাউখালী প্রান্ত পর্যন্ত একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন নদী পথে চোরাই মালামালের ব্যবসা করে আসছিল। এরই ধারাবাহিকতায় চোরাই সিমেন্ট নিয়ে একটি কার্গো ট্রলার হুলারবন্দর খালে প্রবেশ করে সিমেন্ট ট্রলার থেকে ট্রলিতে নামানোর সময় স্থানীয়রা সেই ট্রলারটি জব্দ করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে চোরাই সিমেন্টসহ ট্রলার জব্দ করে এবং ট্রলারের চালককে আটক করে নিয়ে যায়। ট্রলারে প্রায় দেড় হাজার সিমেন্টের প্যাকেট আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিমেন্টসহ ট্রলার এবং ট্রলারে চালককে আটক করেছে। কী পরিমাণ সিমেন্ট আছে তা গণনার পরে জানানো যাবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার