হোম > অপরাধ > বরিশাল

পিরোজপুরে চোরাই সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ, আটক ২

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের হুলারহাট বন্দর এলাকায় প্রায় দেড় হাজার প্যাকেট চোরাই সিমেন্ট বোঝাই একটি কার্গো ট্রলার জব্দ করেছে পুলিশ। পুলিশ এ সময় ট্রলার চালক ও ট্রলি চালককে আটক করেছে। 

রোববার রাতে হুলারহাট বন্দর এলাকার দামোদর খাল থেকে ট্রলাটিকে জব্দ করা হয়। আটককৃতরা হলেন ট্রলার চালক রুলেল হোসেন (৩৩)। তিনি ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকার আব্দুল রবের ছেলে। ট্রলি চালক রিয়াজুল শেখ (২২)। তিনি পিরোজপুর সদর উপজেলা লখাকাঠী গ্রামের সেলিম শেখের ছেলে। 

পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম জানান, কঁচা নদীর ভান্ডারিয়ায় শেষ প্রান্ত থেকে কাউখালী প্রান্ত পর্যন্ত একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন নদী পথে চোরাই মালামালের ব্যবসা করে আসছিল। এরই ধারাবাহিকতায় চোরাই সিমেন্ট নিয়ে একটি কার্গো ট্রলার হুলারবন্দর খালে প্রবেশ করে সিমেন্ট ট্রলার থেকে ট্রলিতে নামানোর সময় স্থানীয়রা সেই ট্রলারটি জব্দ করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে চোরাই সিমেন্টসহ ট্রলার জব্দ করে এবং ট্রলারের চালককে আটক করে নিয়ে যায়। ট্রলারে প্রায় দেড় হাজার সিমেন্টের প্যাকেট আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিমেন্টসহ ট্রলার এবং ট্রলারে চালককে আটক করেছে। কী পরিমাণ সিমেন্ট আছে তা গণনার পরে জানানো যাবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ