পিরোজপুরের হুলারহাট বন্দর এলাকায় প্রায় দেড় হাজার প্যাকেট চোরাই সিমেন্ট বোঝাই একটি কার্গো ট্রলার জব্দ করেছে পুলিশ। পুলিশ এ সময় ট্রলার চালক ও ট্রলি চালককে আটক করেছে।
রোববার রাতে হুলারহাট বন্দর এলাকার দামোদর খাল থেকে ট্রলাটিকে জব্দ করা হয়। আটককৃতরা হলেন ট্রলার চালক রুলেল হোসেন (৩৩)। তিনি ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকার আব্দুল রবের ছেলে। ট্রলি চালক রিয়াজুল শেখ (২২)। তিনি পিরোজপুর সদর উপজেলা লখাকাঠী গ্রামের সেলিম শেখের ছেলে।
পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম জানান, কঁচা নদীর ভান্ডারিয়ায় শেষ প্রান্ত থেকে কাউখালী প্রান্ত পর্যন্ত একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন নদী পথে চোরাই মালামালের ব্যবসা করে আসছিল। এরই ধারাবাহিকতায় চোরাই সিমেন্ট নিয়ে একটি কার্গো ট্রলার হুলারবন্দর খালে প্রবেশ করে সিমেন্ট ট্রলার থেকে ট্রলিতে নামানোর সময় স্থানীয়রা সেই ট্রলারটি জব্দ করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে চোরাই সিমেন্টসহ ট্রলার জব্দ করে এবং ট্রলারের চালককে আটক করে নিয়ে যায়। ট্রলারে প্রায় দেড় হাজার সিমেন্টের প্যাকেট আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।