হোম > অপরাধ > বরিশাল

ববিতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে তুলে নিয়ে মারধরের অভিযোগ

বরিশাল প্রতিনিধি

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রিয়াজুল ইসলাম নামে এক যুবককে তুলে নিয়ে মারধর করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াজুলকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তুলে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে ছেড়ে দিয়েছে। 

ভুক্তভোগী রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রাতে রূপাতলী বাস টার্মিনাল এলাকায় আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে কয়েক শিক্ষার্থী। এ ঘটনায় আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাকে বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে নিয়ে অনেক মারধর করে। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলীম সালেহী ও মার্কেটিং বিভাগের রাজু মোল্লার ওপর হামলা হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। তখন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযুক্ত যুবককে সেখান থেকে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নিয়ে যায় তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রাজু মোল্লা বলেন, ‘আমরা জানি না তাঁর স্ত্রীকে কারা উত্ত্যক্ত করেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রিয়াজুল আমাদের ওপর চড়াও হয় এবং মারধর করে। পরে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে এসে তাঁকে পুলিশকে সোপর্দ করি।’

আরেক শিক্ষার্থী আলিম সালেহী বলেন, ‘রাজু মোল্লার সঙ্গে ওই যুবকের ঝামেলা দেখে আমি তাদের থামাতে যাই। পরে আমার ওপরও চড়াও হয় সে। এ ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় টার্মিনালের বাস মালিক সমিতির নেতাদের পরামর্শে যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের ঘটনা। রাতেই আমি বিষয়টি জেনে পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। স্থানীয় ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জেনেছি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়েছে।’

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব