ঝালকাঠিতে পেয়ারা বাগান থেকে সজল চন্দ্র (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কাপরকাঠি গ্রামের ওই বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তাঁকে হত্যা করে মরদেহ পেয়ারা বাগানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কাপরকাঠি গ্রামের যতিন কয়ানের একটি পেয়ারা বাগানের মধ্যে সজল চন্দ্রের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বজনেরা জানায়, সজল দক্ষিণ বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন। তিনি পেয়ারাচাষীসহ স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণ প্রদান করতেন। ঝালকাঠির কাপরকাঠি, ভীমরুলি ও বাউকাঠি এলাকায় তিনি এনজিও কর্মকর্তা হিসেবে পরিচিত।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, নিহতের পরিচয় শনাক্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।