হোম > অপরাধ > বরিশাল

আমতলীতে হামলার ঘটনায় নারীসহ আহত ১০ 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

ডাল খেতে ড্রেন কাটার সময় হামলার ঘটনায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ৯ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। 

আহতরা হলেন-কামাল (৩০), আকাশ (১৭), রনি (৩৫), নিলা (২৩), চম্পা (২৫), আলো (১৯), বেল্লাল (৬০), আসলাম সরদার (৪৫) ও কমলা (৩৫)। আহত ৭ জন মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী এলাকার বাসিন্দা। তাঁরা বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন। 

জানা গেছে, উপজেলার মহিষডাঙা গ্রামের বেল্লাল পাহলানের মুগডাল খেতে চাচাতো ভাইয়ের ছেলে মনু পাহলান ড্রেন কাটছিল। এতে বাধা দেয় চাচা বেল্লাল পাহলান। ড্রেন কাটতে বাধা দেওয়ায় মনু পাহলান ও তাঁর লোকজন বেলাল পাহলানকে মারধর শুরু করেন। এ সময় জামাতা ও মেয়েরা ছুটে এলে তাঁদেরও মারধর করা হয়। 

আহত ৯ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আহত ৭ জনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী এলাকায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

বেল্লাল পাহলান বলেন, আমার মুগ ডাল খেতে চাচাতো ভাইয়ের ছেলে মনু পাহলান ড্রেন কাটছিল। আমি বাধা দেওয়ায় আমাকে বেধড়ক মারধর করেছে। আমাকে রক্ষা করতে ভাইয়ের জামাই ও মেয়েরা এগিয়ে আসলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়। আমি এ ঘটনার বিচার চাই। 

মারধরের কথা অস্বীকার করে মনু পাহলান বলেন, ড্রেন কাটতে বাধা দেওয়ার ঘটনায় সামান্য কথা-কাটাকাটি হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত