হোম > অপরাধ > বরিশাল

প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আবদুর রশিদ মেম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। 

ওই বাড়ির মাহাবুব হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগম তাঁর শারীরিক প্রতিবন্ধী মেয়ে মেহেনাজ আক্তারকে (১৩) কীটনাশক খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে তাসলিমা বেগম মেয়েকে হত্যার পরে নিজেও কীটনাশক পান করেন বলে জানান প্রতিবেশীরা। 

মাহাবুব হাওলাদার জানান, পারিবারিক বিষয় নিয়ে বুধবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে তিনি খেতের কাজে বেরিয়ে যান। সকাল সোয়া ১০টার দিকে বাড়ির লোকজনের কাছে জানতে পারেন কীটনাশক পানে মেয়ে মেহেনাজের মৃত্যু হয়েছে এবং স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে ওই বাড়ির এক সদস্য বলেন, সকালে মাহাবুবের সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়েছিল। এর জের ধরে তাসলিমা তার ১৩ বছরের মেয়েকে কীটনাশক খাওয়ান। এতে মেয়ের মৃত্যু হলে তিনি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন তাসলিমাকে মুলাদী হাসপাতালে ভর্তি করলে তিনি প্রাণে বেঁচে যান। 

মুলাদী হাসপাতালের চিকিৎসক তানজিলা সুখী জানান, তাসলিমার পেট থেকে কীটনাশক বের করা হয়েছে। এখন পর্যবেক্ষণে আছেন।

এ ব্যাপারে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির অভিযুক্ত মা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হওয়ার পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে