হোম > অপরাধ > বরিশাল

পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে ৯ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। শিশুটির বাবা আবদুল খালেক হাওলাদার বাদী হয়ে ছেলে হত্যার মামলাটি দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের মিন্টু মিরার স্ত্রী মোসা. খাদিজা বেগমের আগের সংসারের ৯ বছরের ছেলে জিহাদ (৯)। গত ২৩ এপ্রিল প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর নদীতে ভাসমান মরদেহ উদ্ধার করে দুমকি থানা-পুলিশ। এ ঘটনার চার দিন পরে খাদিজার সাবেক স্বামী আ. খালেক তাঁর শিশুপুত্রকে শ্বাসরোধে ও পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি ঋজু করেন। 

এদিকে একটি জলজ্যান্ত অপমৃত্যুর ঘটনাকে পুঁজি করে শিশুটির মা সাবেক স্ত্রী খাদিজা বেগম ও তার স্বজনদের আসামি করে হত্যা মামলা দায়েরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়, সাবেক স্বামী আ. খালেক মাদকাসক্ত। তিনি তাঁর সাবেক স্ত্রী খাদিজাসহ স্বজনদের কাছ থেকে অর্থ আদায় ও হয়রানির উদ্দেশ্যেই এ মামলাটি করেছেন বলে ধারণা স্থানীয়দের।

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার বলেন, ‘ছেলেটা (সাবেক স্বামী) ভালো না। শুনেছি, অন্তঃসত্ত্বা অবস্থায়  তাঁদের তালাক হয়। ছেলেটি জন্মের পর তাঁর বাবাকে দেখেওনি, কোনো দিন খোঁজখবর ও নেয়নি। সম্প্রতি পানিতে ডুবে মারা যায়। এলাকার শত শত মানুষ দেখেছে।  এ অপমৃত্যুর ঘটনায় হত্যা মামলার কোনো যৌক্তিকতা দেখছি না।’

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল সালাম বলেন, ‘মামলা হয়েছে শুনেছি, তবে এখনো আমাদের কাছে আসেনি।’

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা