হোম > অপরাধ > বরিশাল

চাকরি মুলাদীতে, থাকেন সিঙ্গাপুরে

মুলাদী প্রতিনিধি

মুলাদীতে মাদ্রাসার এক অফিস সহকারী সিঙ্গাপুরে অবস্থান করেই চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার মাসিক বেতন-ভাতা (এমপিও) কপিতেও বিল আসছে নিয়মিত। গাছুয়া ইউনিয়নের ইসলামাবাদ নেছারিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী মো. আরাফাত হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।

আরাফাত হোসেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসিন মুনিরের ছেলে। তবে তাঁর ছেলে আরাফাত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বলে দাবি করেছেন অধ্যক্ষ।

স্থানীয়রা জানান, ইসলামাবাদ নেছারিয়া মাদ্রাসাটিকে ৪-৫ বছর আগে অধ্যক্ষ আলিম স্তরে উন্নীত করার চেষ্টা শুরু করেন। ওই সময় অন্যদের সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী ছেলে আরাফাত হোসেনকেও অফিস সহকারী হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে আলিম স্তরে এমপিওভুক্ত হলে আরাফাত হোসেন সিঙ্গাপুর থেকে দেশে আসেন। ২০২১ সালের প্রথম দিকে মাদ্রাসায় দাপ্তরিক কাজ করেন ও সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন। পরবর্তীতে ওই বছর মে বা জুন মাসে আবার সিঙ্গাপুর চলে যান।মধ্য গাছুয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন, অফিস সহকারী আরাফাত হোসেন দেশ ছেড়ে চলে গেলেও তার পদটি শূন্য করা হয়নি। 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসিন মুনির বলেন, ‘আরাফাত চিকিৎসার জন্য ছুটি নিয়ে সিঙ্গাপুর গিয়েছে। বর্তমানে তার বেতন-ভাতা স্থগিত রাখা হয়েছে।’

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি কাউন্সিলর আরিফ হোসেন সরদার বলেন, ‘অফিস সহকারীর প্রবাসে অবস্থান করার বিষয়টি জানা নাই।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রবাসে অবস্থান করে মাদ্রাসায় চাকরির বৈধতা নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা