হোম > অপরাধ > বরিশাল

চাকরি মুলাদীতে, থাকেন সিঙ্গাপুরে

মুলাদী প্রতিনিধি

মুলাদীতে মাদ্রাসার এক অফিস সহকারী সিঙ্গাপুরে অবস্থান করেই চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার মাসিক বেতন-ভাতা (এমপিও) কপিতেও বিল আসছে নিয়মিত। গাছুয়া ইউনিয়নের ইসলামাবাদ নেছারিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী মো. আরাফাত হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।

আরাফাত হোসেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসিন মুনিরের ছেলে। তবে তাঁর ছেলে আরাফাত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বলে দাবি করেছেন অধ্যক্ষ।

স্থানীয়রা জানান, ইসলামাবাদ নেছারিয়া মাদ্রাসাটিকে ৪-৫ বছর আগে অধ্যক্ষ আলিম স্তরে উন্নীত করার চেষ্টা শুরু করেন। ওই সময় অন্যদের সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী ছেলে আরাফাত হোসেনকেও অফিস সহকারী হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে আলিম স্তরে এমপিওভুক্ত হলে আরাফাত হোসেন সিঙ্গাপুর থেকে দেশে আসেন। ২০২১ সালের প্রথম দিকে মাদ্রাসায় দাপ্তরিক কাজ করেন ও সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন। পরবর্তীতে ওই বছর মে বা জুন মাসে আবার সিঙ্গাপুর চলে যান।মধ্য গাছুয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন, অফিস সহকারী আরাফাত হোসেন দেশ ছেড়ে চলে গেলেও তার পদটি শূন্য করা হয়নি। 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসিন মুনির বলেন, ‘আরাফাত চিকিৎসার জন্য ছুটি নিয়ে সিঙ্গাপুর গিয়েছে। বর্তমানে তার বেতন-ভাতা স্থগিত রাখা হয়েছে।’

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি কাউন্সিলর আরিফ হোসেন সরদার বলেন, ‘অফিস সহকারীর প্রবাসে অবস্থান করার বিষয়টি জানা নাই।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রবাসে অবস্থান করে মাদ্রাসায় চাকরির বৈধতা নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত