হোম > অপরাধ > বরিশাল

চাকরি মুলাদীতে, থাকেন সিঙ্গাপুরে

মুলাদী প্রতিনিধি

মুলাদীতে মাদ্রাসার এক অফিস সহকারী সিঙ্গাপুরে অবস্থান করেই চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার মাসিক বেতন-ভাতা (এমপিও) কপিতেও বিল আসছে নিয়মিত। গাছুয়া ইউনিয়নের ইসলামাবাদ নেছারিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী মো. আরাফাত হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।

আরাফাত হোসেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসিন মুনিরের ছেলে। তবে তাঁর ছেলে আরাফাত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বলে দাবি করেছেন অধ্যক্ষ।

স্থানীয়রা জানান, ইসলামাবাদ নেছারিয়া মাদ্রাসাটিকে ৪-৫ বছর আগে অধ্যক্ষ আলিম স্তরে উন্নীত করার চেষ্টা শুরু করেন। ওই সময় অন্যদের সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী ছেলে আরাফাত হোসেনকেও অফিস সহকারী হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে আলিম স্তরে এমপিওভুক্ত হলে আরাফাত হোসেন সিঙ্গাপুর থেকে দেশে আসেন। ২০২১ সালের প্রথম দিকে মাদ্রাসায় দাপ্তরিক কাজ করেন ও সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন। পরবর্তীতে ওই বছর মে বা জুন মাসে আবার সিঙ্গাপুর চলে যান।মধ্য গাছুয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন, অফিস সহকারী আরাফাত হোসেন দেশ ছেড়ে চলে গেলেও তার পদটি শূন্য করা হয়নি। 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসিন মুনির বলেন, ‘আরাফাত চিকিৎসার জন্য ছুটি নিয়ে সিঙ্গাপুর গিয়েছে। বর্তমানে তার বেতন-ভাতা স্থগিত রাখা হয়েছে।’

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি কাউন্সিলর আরিফ হোসেন সরদার বলেন, ‘অফিস সহকারীর প্রবাসে অবস্থান করার বিষয়টি জানা নাই।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রবাসে অবস্থান করে মাদ্রাসায় চাকরির বৈধতা নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ