হোম > অপরাধ > বরিশাল

তালতলীতে জাটকা শিকার করায় তিন জেলের এক বছর করে কারাদণ্ড

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাটকা শিকার করায় তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বিষয়টি নিশ্চিত করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মজিবর গাজী (৩২), মো. সোলাইমান (২৫) ও মো. ছিদাম (৫০)। তাঁদের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশের উৎপাদন বাড়াতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ। এর ধারাবাহিকতায় পায়রা নদীতে সকালে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। এ সময় জাটকা শিকার করায় পায়রা নদী থেকে তিন জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাঁদের তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

এই অভিযানে ৩৯টি নিষিদ্ধ বেহুন্দি জাল, ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট ও চায়না দুয়ারী জালের পাশাপাশি জাটকা জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় মৎস্য বিভাগ। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয় এবং জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. ওয়ালীউল্লাহ শুভ বলেন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে মঙ্গলবার সকালে নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরার অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, জাটকা ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ