হোম > অপরাধ > বরিশাল

আইসক্রিম কারখানায় মোড়ক-নাম-লোগো নকল, ব্যবস্থাপকের কারাদণ্ড

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে মোল্লা আইসক্রিম কারখানায় প্রাণ কোম্পানিসহ দেশের বিভিন্ন স্থানের আইসক্রিমের মোড়ক, নাম ও লোগো নকল করে বাজারজাতকরণের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোল্লা আইসক্রিম কারখানার ম্যানেজার মো. মনিরকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ও ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

এ বিষয়ে ইউএনও বলেন, ‘লালমোহন পৌরসভার সওদাগর রোড চৌমুহনী এলাকার মোল্লা আইসক্রিম কারখানার বিরুদ্ধে প্রাণ কোম্পানিসহ দেশের বিভিন্ন স্থানের আইসক্রিমের মোড়ক, নাম ও লোগো নকল করে বাজারজাতকরণের অভিযোগ ছিল, যা আমাদের কাছে হাতেনাতে ধরা পড়ে। উক্ত প্রতিষ্ঠানে নাটোর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও পটুয়াখালীর বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনবিহীন রং, কেমিক্যাল ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল।’

ইউএনও আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত আইসক্রিম কারখানার ব্যবস্থাপক মো. মনিরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নকল পণ্য প্রস্তুত করার অপরাধে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে  ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার