বরগুনার পাথরঘাটায় ১২ বছরের এক কিশোরের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ নিয়ে পাথরঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর নানা। ধর্ষণের শিকার শিশুকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনের খেতে ভুক্তভোগী শিশুর মা-বাবা বাদাম তুলছিলেন। এ সময় অভিযুক্ত কিশোর অন্য এক শিশুর মাধ্যমে ভুক্তভোগী শিশুকে খেলাধুলার কথা বলে বাড়ির পেছনে খালপাড়ে নিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভুক্তভোগী শিশুকে হুমকি দেয়। পরবর্তী সময়ে ভুক্তভোগী শিশু তার মাকে ঘটনাটি বলে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বলেন, উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটকের চেষ্টা চলছে।