হোম > অপরাধ > বরিশাল

টাকা চুরির অভিযোগে শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে টাকা চুরির অভিযোগে খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে শিশুকে নির্যাতনের ঘটনায় মোসা. রাবেয়া বেগম নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে নির্যাতনের শিকার শিশুর মা দুজনকে আসামি করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ৯ বছর বয়সী শিশুকে পাঁচশত টাকা চুরির সন্দেহে লাঠি দিয়ে বেধড়ক মারধর ও চড়-থাপ্পড় দেন পাঙ্গাশিয়া গ্রামের বাহার নামের এক ব্যক্তি। এতে বাহারকে সহযোগিতা করেন তাঁর স্ত্রী রাবেয়া বেগম। পরে খবর পেয়ে শিশুর মা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিশুর মা থানায় একটি মামলা দায়ের করেন।’

ওসি আরও বলেন, ‘মামলার ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি রাবেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। মূল অভিযুক্ত বাহার ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এ জন্য তাঁকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই তাঁকেও গ্রেপ্তার করা হবে।’ 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী শিশুকে তার বিদ্যালয়ের সহপাঠী খেলার কথা বলে তাদের বাসায় নিয়ে যায়। খেলার একপর্যায়ে সহপাঠীর বাবা বাহার তাঁর ৮০০ টাকার মধ্যে ৫০০ টাকা না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে সন্দেহ করে। একপর্যায়ে ঘরের খুঁটির সঙ্গে তার দুই হাত বেঁধে মারধর করে। এ সময় বারবার সে টাকা নেয়নি বলে জানায়। কিন্তু কোনো কথা না শুনে তাকে নির্যাতন করতে থাকেন বাহার। নির্যাতন সইতে না পারে চিৎকার শুরু করলে বাহারের স্ত্রী ওই ছাত্রের মাকে ডেকে নিয়ে আসে। পরে তার মা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম