বাসচালককে আটকে রেখে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বরিশাল-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাসশ্রমিকেরা। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঝালকাঠি জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ।
হান্নান শেখ জানান, ঝালকাঠি বাস টার্মিনালের অফিসকক্ষে পিরোজপুরের এক বাসচালককে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এর প্রতিবাদে বুধবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
আহত বাসচালক অরবিন্দ কুমার দাস বলেন, ‘বরিশাল থেকে যাত্রী নিয়ে এসে মঠবাড়িয়া থেকে প্রতিদিনই খালি বাস নিয়ে যায় এবং পথ থেকে যাত্রী তোলে। এটা করার নিয়ম নাই। বারবার নিষেধ করলেও তারা এটা করে আসছে। বিষয়টিতে আমি বাধা দেওয়ায় মঠবাড়িয়া থেকে গাড়ি নিয়ে যখন বরিশাল যাচ্ছিলাম তখন ঝালকাঠিতে পৌঁছালে আমাকে ধরে নিয়ে অফিসকক্ষে আটকে রাখে। পরে বাসচালক সুমনের নেতৃত্বে বাসের সুপারভাইজার, হেলপারসহ আরও কিছু লোক আমাকে মারধর করে ও আমার সঙ্গে থাকা ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে। আমি বিষয়টির দ্রুত সুষ্ঠু বিচার চাই।’
এদিকে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে ঝালকাঠি ও পরে বাস পরিবর্তন করে খুলনা যেতে হচ্ছে যাত্রীদের। ফলে এসব রুটের শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়ছেন।