হোম > অপরাধ > বরিশাল

নিখোঁজের ৩ দিন পর যুবলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

নিখোঁজের তিন দিন পর নদী থেকে ওয়ার্ড যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন নদী থেকে তাঁর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।

বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, মো. খোকন খান বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের মো. জয়নাল খানের ছেলে। তিনি সদর উপজেলার বদরখালি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

খোকনের ছোট ভাই মো. স্বপন মিয়া জানান, গত মঙ্গলবার রাত থেকে তাঁর ভাইয়ের ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল। বুধবার সকালে তাঁর মোটরসাইকেলটি স্থানীয় ফুলঝুড়ী বাজার সংলগ্ন বেড়িবাঁধের ওপর দেখতে পেয়ে স্থানীয়রা তাঁদের খবর দেন। 

আজ দুপুরে বদরখালী ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন নদীতে একটি জালে সন্দেহজনক একটি বস্তা আটকে থাকতে দেখলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বস্তা খুলে মরদেহ উদ্ধার করে। 

খোকন নিখোঁজের পর বড়ভাই আবদুল খালেক বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। খালেক বলেন, বুধবার দুপুরের দিকে তাঁর ফোনে কল করে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ২০ হাজার টাকা মুক্তিপণ চায়। অনুনয়-বিনয় করার পর ১৫ হাজার টাকায় খোকনকে ছেড়ে দিতে রাজি হয়। এরপর থানায় জিডি করেন তিনি। 

এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলা কাটা ও বুকের বাম পাশে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার