হোম > অপরাধ > বরিশাল

বিয়ে না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় ছেলে নেপালের (২৫) লাঠির আঘাতে বাবা নিরঞ্জন শীল (৫৫) নিহতের ঘটনায় ঘাতককে আটক করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে সাড়ে ১১টার দিকে মারা যান নিরঞ্জন শীল।

নিহত নিরঞ্জন শীল সদর ইউনিয়নের উত্তর হাতেমপুর গ্রামের মৃত গোপাল শীলের ছেলে। 

নিহত নিরঞ্জন শীলের স্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিয়ে করারা জন্য আমাদের চাপ দিচ্ছিল নেপাল। কিন্তু আমাদের ছেলে কোনো কাজ না করায় কেউ মেয়ে দিতে চান না​। নেপালের ফুফু বিউটি তাঁকে বিয়ে করিয়ে দেবে এমন আশ্বাসে আমার স্বামীর কাছ থেকে জমি লিখে নিতে বলেন। এ নিয়ে বিভিন্ন সময় বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হতো। আজ সকালে এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় নেপাল তাঁর বাবার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। ঘটনার সঙ্গে সঙ্গেই আমার স্বামীকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, আঘাত গুরুতর হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাই আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলাম। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ছেলেকে আটক করেছি। তবে নেপাল মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে জেনেছি। 

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা